[english_date]।[bangla_date]।[bangla_day]

ধামইরহাটে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক আদিবাসীর মৃত্যু।

নিজস্ব প্রতিবেদকঃ

সন্তোষ কুমার সাহা ,ধামইরহাট (নওগাঁ)প্রতিনিধি :

নওগাঁর ধামইরহাটে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দন হাসদা (৫৫) নামে এক আদিবাসীর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের অর্ন্তগত চৌঘাট নামক গ্রামে এ ঘটনা ঘটে। একই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল কাদের এ কথা নিশ্চিত করেছেন।

জানা গেছে, চন্দন হাসদা ঘটনার দিন সকালে তার বাড়ির পার্শ্বে মাঠে মাছ ধরতে যায়। এসময় মাঠের পাশ দিয়ে একটি পুকুরে নেয়া মোটরে বৈদ্যুতিক লাইনের তারের সহিত অসাবধানতা বশত: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত চন্দন হাসদা পাশ্ববর্তী পত্নীতলা উপজেলার ডাঙাপাড়া নামক এলাকার মৃত মুন্সী হাসদার ছেলে। সে ২০ বছর ধরে চৌঘাট এলাকায় শশুড় বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করত।

ধামইরহাট থানার ওসি কে এম রাকিবুল হুদা জানান, এবিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে এবং পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *