[english_date]।[bangla_date]।[bangla_day]

ধামইরহাটে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা।

নিজস্ব প্রতিবেদকঃ

সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-

নওগাঁর ধামইরহাটে ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যেগে থানা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে থানার অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক এটিএম বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম, মহিলা সম্পাদিকা মোসা. আঞ্জু আরা, ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, আগ্রাদ্বিগুন ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. সেকেন্দার আলী, কাউন্সিলর আলতাব হোসেন, আ.লীগ নেত্রী তমা আক্তার, সাব-ইন্সপেক্টর মো. শাহজাহান আলী, মোকাররম হোসেন, নাজমুল হক, আব্দুল মোমিন, ছলেমান আলী, নুরুল ইসলাম প্রমুখ।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *