[english_date]।[bangla_date]।[bangla_day]

ধান চারা দিয়ে বাংলার মানচিত্রে লেখা ১৬ই ডিসেম্বর ।

নিজস্ব প্রতিবেদকঃ

তপন দাস,নীলফামারী প্রতিনিধি।

বাংলাদেশের মানচিত্রের মাঝে শস্য দিয়ে লেখা ১৬ই ডিসেম্বর। নীলফামারীর ডিমলা উপজেলা দিয়ে প্রবাহিত বুড়িতিস্তা নদীর উপর খোকশার ঘাট ব্রিজ দিয়ে যাওয়ার সময় চোখে পরে এমন দৃশ্যের।
শস্য চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখে অনুপ্রাণিত হয়ে নদীর ধারে নিজ উদ্যোগে শষ্য দিয়ে ১৬ ডিসেম্বর লিখেছেন আখতারুজ্জামান (৪২) নামের এক কৃষক।
নতুন প্রজন্ম এই লেখা দেখে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হচ্ছে বলে জানান স্থানীয়রা।
তিনি উপজেলার শোল্লার ঘাট এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। কৃষি কাজের পাশাপাশি নিজের ছোট দোকানে ব্যানার লেখার কাজ করেন তিনি।
কয়েক প্রকার শাক বীজ দিয়ে লেখা এই চিত্র দেখে খুশি এলাকাবাসি। নিজেরাও দেখে আনন্দ পাচ্ছেন পাশাপাশি নতুন প্রজন্ম এই লেখা দেখে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হচ্ছে বলে জানান স্থানীয়রা।
শস্য দিয়ে ১৬ই ডিসেম্বর লেখা দেখতে আসা কিশোর সাগর রায় বলেন, আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু চাচার এমন কাজে মুক্তিযুদ্ধের প্রতি ভালবাসা বেড়ে গেল।
আখতারুজ্জামান বলেন, ছোট বেলায় ১৬ই ডিসেম্বর উদযাপন করতাম। এখন তো হয়না। তাই ছোট ছেলে মেয়ে, নতুন প্রজন্মকে জানানোর জন্যই লেখা। তাছাড়া কিছুদিন আগে শস্য চিত্রে শেখ মুজিবুর রহমানের ছবি দেখে অনুপ্রাণিত হয়ে হই আমি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *