[english_date]।[bangla_date]।[bangla_day]

ধনপাতা বন বিহারে ১৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত ।

নিজস্ব প্রতিবেদকঃ

রাঙ্গামাটি প্রতিনিধি::

কাপ্তাই হ্রদের স্বচ্ছ জলরাশিঘেরা পবিত্র তীর্থভূমি রাঙ্গামাটি সদর উপজেলার ধনপাতা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ও নানা আনুষ্ঠানিকতায় অনুষ্ঠিত হয়েছে ১৭তম শুভ দানোত্তম কঠিন দান।

 

শুক্রবার (২৯ অক্টোবর) দায়ক দায়িকাদের আয়োজনে দিনব্যাপী কঠিন চীবর দান উপলক্ষে ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, চীবর দান, পতাকা দান ও কল্পতরু দানসহ নানাবিধ দান করা হয়।

 

কঠিন চীবর দানোৎসবে দূর-দূরান্ত থেকে আসা শত শত পুণ্যার্থী বিহারে সমবেত হয়। পূণ্যার্থীদের জনসমাগমে উৎসবমুখর হয় বিহার প্রাঙ্গণ। ধনপাতা বন বিহার পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক কিরণময় চাকমার সঞ্চালনায় পঞ্চশীল প্রার্থনা করেন বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা স্বপন দত্ত চাকমা। শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন কাকলি চাকমা পুজা।

 

পুণ্যানুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- কাপ্তাই রিজিয়নের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফেরদৌস হাসান পিএসসি, সদর উপজেলা প্যানেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি দীপক বিকাশ চাকমা, ১১৫নং মগবান মৌজার হেডম্যান রুপায়ন চাকমা, চট্টগ্রাম মৈত্রী বন বিহারের সহ-সভাপতি ধীমান চাকমা, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দয়াময় চাকমা প্রমূখ।

 

পূণ্যকার্যে কায়িক, বাচনিক, মানসিক ও আর্থিকভাবে একাগ্রচিত্রে সাহায্য সহযোগিতা প্রদান, হানাহানি মারামারি থেকে বিরত থাকা ও শান্তি সম্প্রীতি বজায় রেখে দুর্লব মানব জীবনকে সার্থক করে গড়ে তোলার জন্য সকল উপাসক-উপাসিকাদের আহ্ববান জানিয়ে ধর্মদেশনা প্রদান করেন বনভান্তের প্রধানশিষ্য ও দীঘিনালা বন বিহারের অধ্যক্ষ নন্দপাল মহাস্থবির।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *