[english_date]।[bangla_date]।[bangla_day]

দোয়া করতে বলার নাম কি কটূক্তি, মামুনকে পল্লব।

নিজস্ব প্রতিবেদকঃ

এম এ রশীদ বিশেষ প্রতিনিধিঃঃ

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ঘোড়া মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী মামুনুর রশীদ মামুন এবং নৌকার প্রার্থীর সমর্থকরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। শনিবার থেকে এ নিয়ে ইউনিয়ন জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের একটি মন্তব্যকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়ায় বলে জানা গেছে।শনিবার বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশীদ মামুনের নির্বাচনী কৌশল সম্পর্কে মন্তব্য করার এক পর্যায়ে তাকে ‘কুলাঙ্গার’ বলে গালি দেন। সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী আহবাবুর রহমান শিশুর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে আবুল কাশেম পল্লব মামুনুর রশীদ মামুনকে উদ্দেশ করে বলেন, মামুন পিতার লাশ নিয়ে রাজনীতি করছেন। মামুন তার পিতার পরিচয় উল্লেখ করে মানুষের কাছে দোয়া না চেয়ে ভোট চাইছেন। আগেও একাধিকবার এভাবে তিনি নির্বাচনে বিজয়ী হয়েছেন। চেয়ারম্যান মামুনের এই কৌশলকে ভেলকিবাজিও বলে মন্তব্য করেন পল্লব।এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর মামুনের সমর্থকেরা এটা নিয়ে প্রচারণায় নেমেছেন। তাদের দাবি উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদ মামুনের পরিবার নিয়ে কটূক্তি করেছেন। এনিয়ে রোববার সন্ধায় স্থানীয় টিকরপাড়া বাজারে এক সংবাদ সম্মেলনে আসেন মামুনুর রশীদ মামুন। সঙ্গে ছিলেন তার অসুস্থ বৃদ্ধা মাও।সংবাদ সম্মেলনে মামুন দাবি করেন, তাকে ও তার সমর্থকদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তার পরিবার নিয়ে কটূক্তি করা হচ্ছে। ইউনিয়নবাসী এই কটূক্তির জবাব ব্যালটের মাধ্যমে দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।এদিকে, রোববার সন্ধ্যায় ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এক নির্বাচনী জনসভায় আবুল কাশেম পল্লব তার বিরুদ্ধে চেয়ারম্যান মামুনের অভিযোগ অস্বীকার করে বলেন, আমি গতকাল (শনিবার) চেয়ারম্যান মামুনের বাবার আত্মার শান্তি কামনা করেছি। তার বাবার জন্যে তাকে দোয়া করতে বলেছি। আমরাও তার পিতার জন্যে দোয়া করব- এমনটাই বলেছি। কিন্তু মামুন স্রেফ নির্বাচনী বৈতরণী পার হতে আমার বক্তব্যকে ভুলভাবে উদ্ধৃত করছেন। তিনি তার অসুস্থ মাকে এই শীতে বাইরে নিয়ে এসে অপপ্রচার করছেন। কারও বাবার জন্যে দোয়া করতে বলা কি অপরাধ হয়, প্রশ্ন রাখেন পল্লব।পল্লব বলেন, মামুন নির্বাচনে জিততে তার বাবাকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। সন্তান পিতা-মাতার জন্যে মানুষের কাছে দোয়া চায়, কিন্তু মামুন দোয়া না চেয়ে ভোট চান। আর কেউ দোয়া করতে বললে সেটাকে তার পরিবার নিয়ে কটূক্তি হিসেবে উপস্থাপন করেন। এটা তার আরও একটা নাটক। মূলত আলীনগর ইউনিয়নে নৌকার গণজোয়ার দেখে মাথা ঠিক রাখতে পেরে নতুন এক নাটকের মঞ্চায়ন করে চলেছেন মামুন। এবার এসব নাটকে কোন কাজ হবে না বলেও মন্তব্য করেন পল্লব।জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, হারুন হেলাল চৌধুরী, চেয়ারম্যান প্রার্থী আহবাবুর রহমান খান শিশু প্রমুখ।উল্লেখ্য, মামুনুর রশীদ মামুনের পিতা হারুনুর রশীদ আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। দায়িত্বে থাকাবস্থায় তিনি আততায়ীর হাতে খুন হন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *