[english_date]।[bangla_date]।[bangla_day]

দেশবরণ্য খ্যাতীমান কন্ট শিল্পী এস,আই,টুটুল,দিগন্তের আলো ফাউন্ডেশনের ব্রান্ডএ্যাম্বাসাডার নির্বাচিত হওয়াই, জেদ্দায় ফুলেল শুভেচ্ছা,

নিজস্ব প্রতিবেদকঃ

দেশবরণ্য খ্যাতীমান কন্ট শিল্পী এস,আই,টুটুল,দিগন্তের আলো ফাউন্ডেশনের ব্রান্ডএ্যাম্বাসাডার নির্বাচিত হওয়াই, জেদ্দায় ফুলেল শুভেচ্ছা,

দিগন্তের আলো ফাউন্ডেশন এর নব নির্বাচিত ব্রান্ডএ্যাম্বাসাডার, ও  দেশবরণ্য খ্যাতীমান বিশিশ্ঠ  সংগিত শিল্পি
জনাব এস,আই,টুটুলের৷
সম্মানে জেদ্দায় এক হোটেলে উষ্ণ শুভেচ্ছা ও সম্বর্ধনা সভার আয়োজন করে,,

উক্ত অনুষ্ঠানে  দিগন্তের আলো ফাউন্ডেশন এর নির্বাহী কর্মকর্থা জনাব আশরাফ আলিম উক্ত ফাউন্ডেশন এর ব্রান্ডএ্যাম্নাসাডার এস,আই টুটুল কে উষ্ণ অভর্থনা জানান,
এতে আরো ও উপস্থিত ছিলেন,

দিগন্তের আলো ফাউন্ডেশন ও সাহারা টেলিভিশনে ডাইরেক্টর আব্দুসাত্তার,,সাহারা টেলিভিশন এর সিনিয়র রিপোর্টার ও উপস্থাপক এবং দিগন্তের আলো ফাউন্ডেশন এর এক্সিকিউটিভ ডাইরেক্টর রফিক চৌধুরী,
সাহারা টেলিভিশন এর প্রধান এডিটর ও দিগন্তের আলো ফাউন্ডেশন এর মিডিয়া উইং জনাব জসিম উদ্দিন,

শুভেচ্ছা ব্রান্ডএর প্রধান,আজিজুল হক মিলন,ফরাদ, সাকিল ফারুক সহ অসংখ্য এস,আই টুটুলের ভক্ত বৃন্দ,এ সময় ,এস আই টুটুল এই বিশাল সম্মানে   সম্মানিত করাই দিগন্তের আলো ফাউন্ডেশন এর নির্বাহী কর্মকর্তা জনাব আশরাফ আলিম কে ধন্যবাদ জানাইয়া বলেন এমন একটি মহত কাজে অন্তভুগ্ত হতে পেরে নিজেকে আমিব গর্বিত মনে করছি,এবং তিনি এই দিগন্তের আলো ফাউন্ডেশন এর মাধ্যমে আর্তমানবতার সেবা করার আশা ব্যাক্তকরে বলেন

আমার জীবনে একটায় ব্রত সেটা হলো অবহেলিত জনগোষ্ঠীর স্বার্থে কাজ করা, আজ দিগন্তের আলো ফাউন্ডেশন এর মাধ্যমে সেটাও পূর্ণ হয়ে গেলো, এবং সে সাথে সাহারা টেলিভিশন কে ধন্যবাদ জানাইয়া বলেন এই চ্যানেল এর কার্যক্রম খুবই সুন্দর ও প্রসেংসনীয়,দিগন্তের আলো ফাউন্ডেশন এর নির্বাহী কর্মকর্তা জনাব আশরাফ আলিম বলেন এই খ্যাতীমান শিল্পী এস আই টুটুল আমাদের ব্রান্ড এম্বসাডার হওয়াই আমরা গর্বিত ও আনন্দিত,এমন স্টার যদি দিগন্তে থাকে তাহলে এই সংগঠন আরো এগিয়ে যাবে,।
আরও সমৃদ্ধশালী হবে আমরা এক সাথে কাজ করলে দেশের অবহেলিত চিন্নুমুল মানুষের কোন দুঃখ থাকবে না

আমরা তাদের পূর্ণবাসনের দায়ীত্ব নিব আমরা যেখানেই দুঃখী মানুষ সেখানেই আমাদের দিগন্তের আলো ফাউন্ডেশন, তিনি এই সময় ফাউন্ডেশন এর চেয়ারম্যান মিসেস সেহেলি খান রত্না ম্যাডামের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানান,

পরিশেষে লুহিত সাগরের ছামাক আল নাজের দিয়ে ডিনারের আয়োজন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *