নিজস্ব প্রতিবেদকঃ

মো আজিজুল পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর দুমকীতে বাস চাপায় এক হেলপার নিহত হয়েছে।ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
রোববার (২৬ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে পটুয়াখালী দুমকি উপজেলা লেবুখালী আংগারিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন মোল্লাখালী খালের ষ্টীল ব্রীজের মোল্লাখালী বেইলি ব্রিজে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিসমিল্লাহ বাসটি খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মিনিবাসটি (বরিশাল-জ ৫-০০৩৬) বেইলি ব্রিজে উপরে ওঠার সময় হেলপার ছিটকে পড়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
চালক ব্রিজ অতিক্রম করে বাসটি ফেলে রেখে চলে যায় পড়ে। পরে পুলিশ এসে বাসটি জব্দ করে দুমকী থানায় আনা হয় নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
সোহাগ(১৮) নামে এক হেলপারের মৃত্যু হয়। মৃত্যু সোহাগের বাড়ি জালকাঠি জেলার নলছিটি উপজেলার সূর্যমনি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশটি পোসমর্টেম এর জন্য থানায় আনা হয়েছে।
Leave a Reply