নিজস্ব প্রতিবেদকঃ

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনের নির্বাচনি প্রচারনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৪অক্টোবর) বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডিগ্রিবন্দ মাদ্রাসার মোড়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নাইম ইসলাম (আল-
আমিনের) সঞ্চালনায় এবং আব্দুল আলিম মাস্টারের সভাপতিত্বে সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগে উপ-দপ্তর সম্পাদক আব্দুল বাছেদ, বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান, যুবলীগ নেতা জুয়েল, আব্দুর কাদের, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, আজমত আলী মাস্টার, সাবেক ছাত্রনেতা ইলিয়াছসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা ।
মতবিনিময় সভায় দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক (স্বপন) বলেন, আমি সকলে কাছে দোয়া চাই। আপনাদের দোয়া এবং সহযোগীতায় মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাকে দলীয় মনোনয়ন নৌকা প্রতীক দেন। ডোয়াইল ইউনিয়ন বাসীর জন্য আমি যেন আমার সর্বশ ভালোবাসা দিয়ে পাশে থাকতে পারি।
Leave a Reply