[english_date]।[bangla_date]।[bangla_day]

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের বিদায় সংবর্ধনা।

নিজস্ব প্রতিবেদকঃ

ইমরান হাসান বুলবুল, ত্রিশাল(ময়মনসিংহ)প্র­তিনিধিঃ

 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ। আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের রাশেদুজ্জামান হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার।

ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান দ্বায়িত্ব পালন কালে তার নিজের অফিস সহ উপজেলা ভূমি,কৃষি, শিক্ষা,পরিবার পরিকল্পনা,স্বাস্থ্য,­ মৎস্য,সমাজসেবা,উপজেল­া প্রকল্প বাস্তবায়ন, ইঞ্জিনিয়ার অফিসসহ ত্রিশাল উপজেলার প্রশাসনের প্রতিটি অফিসকে জনবান্ধব অফিসে রুপান্তরিত করতে সক্ষম হয়েছেন। এ ছাড়া তার কর্মদক্ষতা ও ব্যাক্তিত্বের গুনে তিনি জন প্রতিনিধি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারন মানুষের মধ্যে একজন জনবান্ধব নির্বাহী কর্মকর্তা হিসাবে পরিচিতি অর্জন করতে সক্ষম হন।

বিদায়ী ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন,দীর্ঘ দিন আমি আপনাদের মাঝে ছিলাম। সরকারি দায়িত্ব পালন করতে অনেক সময় আমি আপনাদের সাথে খারাপ আচরণ করেছি,কড়া কথা বলেছি,কেউ কষ্ট পেলে আমাকে ক্ষমা করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন পরবর্তী কর্মস্থলে ভাল ভাবে সরকারি দায়িত্ব পালন করতে। পরিশেষে সবার দীর্ঘায়ু কামনা করে তার বক্তব্য শেষ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ, অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) মাহমুদা খানম রুমা। উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃ›, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক – শিক্ষিকাবৃন্দ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকারসহ অন্যান্যরা বিদায়ী ইউএনও মোস্তাফিজুর রহমানকে উপহার হিসাবে ফুল ও সম্মাননা স্মারক তুলে দেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *