নিজস্ব প্রতিবেদকঃ

কোলকাতা থেকে মনোয়ার ইমাম।
কিছুদিন আগে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা সহ কিছু যায়গায় বিজেপির গৈরিক বাহিনীর হামলা ও বুথ দখল বিরুদ্ধে গলার স্বর উচ্ছ করে হুমকি দিয়েছিল পশ্চিম বাংলার তৃনমূল দলের নেতা ও কর্মীরা। সেই দিন পৌরসভার নির্বাচনে মার খেয়েছিল তৃনমূল দলের নেতা ও কর্মীরা। এবার তার আদায় পাওনা গন্ডা ফিরিয়ে দিল কলকাতার পৌরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। এদিন সকালে ঘুম থেকে উঠতেই দেখা যায় তৃনমূল দলের নেতা ও কর্মীরা তৈরি হয়ে এসেছে বিরোধী দলের নেতা ও কর্মীদের রোখার জন্য। বেলা যত বাড়িতে থাকে তত ক্ষনে কলকাতার পৌরসভার নির্বাচনে বিভিন্ন যায়গায় থেকে খবর আসছে যে শাসক দলের নেতা ও কর্মীরা অবাধ ভাবে বুথ দখল করে ছাপ্পা ভোট মারছে কিছু যায়গায়। এবং কলকাতা পৌরসভার, ৪৫,নম্বার, বুথ, ৭৫,১০০,নম্ভর, বুথে বিরোধী দলের বুথ এজেন্ট কে মারধর করে বার করে দেওয়া হয়েছে বুথ থেকে। এই ঘটনার পর বিভিন্ন যায়গায় বিজেপির পক্ষ থেকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা যায়। বহু যায়গায় পুলিশের সামনে বিরোধী দলের নেতা ও বুথ এজেন্ট কে মারধর করতে দেখা যায়। এই ঘটনার পর পশ্চিম বাংলার বিধান সভার বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী যখন বাড়ি থেকে বের হতে যাচ্ছে তখন তার বাড়ির সামনে কলকাতা পুলিশের দলবল এসে ব্যারিকেড করে দেয়। এই ঘটনার জেরে বিজেপির নেতা শ্রী জয়প্রকাশ মজুমদারের সাথে পুলিশের বাদ অনুবাদ শুরু হয়। ঠিক সেই সময় কলকাতার কিড স্ট্রিট এ বিধায়ক হস্টেলে বিজেপির প্রায়, ১২,জন, বিধায়ক কে বাইরে থেকে আটক করে সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী জগদীশ ধনকড় পুরো বিষয়টি কি হয়েছে তার তদন্ত করে রিপোর্ট দিতে বলেছেন। এবার কলকাতার পৌরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস ও বুথ দখলের প্রতিবাদে একযোগে ভারতের জাতীয় কংগ্রেস ও বামফ্রন্ট ও বিজেপি কে একসাথে প্রতিবাদ করতে দেখা গেছে। যা নিয়ে তৃনমূল দলের নেতা রা কটাক্ষ করেন। তবে আগামী দিনে কলকাতা হাইকোর্টের কাছে কি বলবেন কলকাতার পৌরসভার ভোট নিয়ে তার জন্য অপেক্ষা করতে হবে।।
Leave a Reply