[english_date]।[bangla_date]।[bangla_day]

তাড়াশে ভিলেজ ভিশন’র বৃক্ষ বিতরণ ও ১৫০০০ তালবীজ বপণ কর্মসূচি অনুষ্ঠিত ।

নিজস্ব প্রতিবেদকঃ

এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ।

 

“প্রকৃতি বাঁচলে, দেশ বাঁচবে” “গাছ লাগান, পরিবেশ বাঁচান” “আসুন বেশি বেশি গাছ লাগাই ” শ্লোগানে সিরাজগঞ্জের তাড়াশে সেচ্ছাসেবী সংগঠন ভিলেজ ভিশন বাংলাদেশ এর উদ্যেগে পর্যায়ক্রমে (১৫০০০) পনেরো হাজার তালবীজ রোপন কর্মসূচি পালিত হয়েছে।

 

মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা ১১ টার দিকে ভিলেজ ভিশন বাংলাদেশ’র উদ্দোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে ও ভিলেজ ভিশন পরিচালক মোঃ শরিফ খন্দকারের সঞ্চালনায় তাড়াশ-রানিরহাট আঞ্চলিক সড়কের ধোপাগাড়ি বাজার হতে রানিরহাট বাজার পর্যন্ত রাস্তার দু’পাশে সচেতনতার হাত বাড়িয়ে, ঘুমন্ত চোক্ষুকে জাগিয়ে করি নবপ্রজন্মের জন্য এক সবুজায়নের আহবান” “আসুন বেশি বেশি গাছ লাগাই ” “নিজে বাঁচি ও আগামী প্রজন্মকে বাঁচাই” এই প্রতিপাদ্য নিয়ে শুরু করা হয় ভিলেজ ভিশনের তালবীজ রোপণের উদ্বোধন কর্মসূচি।

 

তালবীজ রোপণের সময় সভাপতি মেজবাউল করিম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই।বজ্রপাত নিরোধে তাল গাছের ভূমিকা অনস্বীকার্য। পাশাপাশি রাস্তার দু’পাশে তাল গাছ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে।

 

তিনি আরো বলেন, তাড়াশ-নিমগাছী অঞ্চলিক সড়কের সৌন্দর্য এখন সবার মাঝে প্রশংসনীয়। তাই আমরা চাই তাড়াশের প্রতিটি রাস্তা যেন এমন সৌন্দর্যতা লাভ করে।এজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভিলেজ ভিশনের প্রতি সর্বাত্মক সহযোগিতা থাকবে।ইনশাআল্লাহ

 

তিনি ভিলেজ ভিশনের ভলান্টিয়ারদের উদ্দ্যেশে বলেন, সকলেই তালবীজগুলো রোপণের পর যথাযথ যত্ন ও পরিচর্যা নেব। যাতে করে পরিচর্যার অভাবে একটি তালবীজ ও নষ্ট না হয়।

 

 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশ থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলে আশিক, তালম ইউনিয়ন চেয়ারম্যান আব্বাস-উজ-জামান আব্বাস,তাড়াশ পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন (তাপস)।

 

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক তাইবুর খন্দকার, প্রচার সম্পাদক নাজমুল হাসান মেহেদী, তাড়াশ সেচ্ছায় রক্তদান সংগঠনের সভাপতি মোঃ দেলবার আহমেদ,আনন্দ টিভি ও দৈনিক মানবকন্ঠ পত্রিকারতাড়াশ প্রতিনিধি সোহেল রানা সোহাগ, পল্লী বাংলা টিভির তাড়াশ প্রতিনিধি এম সানোয়ার হোসেন সাজু, দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার তাড়াশ প্রতিনিধি এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব, দৈনিক জয়সাগরের তাড়াশ প্রতিনিধি শাহ আলম সহ প্রমুখ।

 

সংগঠনের সিনিয়র সদস্যরা বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা ও সামাজিক বনায়নে জন্য আমরা এই উদ্যগ নিয়েছি। সংগঠনের উপদেষ্টাগন বলেন আজকে একটি বৃক্ষ রোপন আগামীতে দেশকে সমৃদ্ধশালী ও আলোকিত পথে নিয়ে যাবে। এই আশাতেই পর্যায়ক্রমে ভিলেজ ভিশন বাংলাদেশের এই বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত থাকবে। সংগঠনের প্রতিষ্টাতা পরিচালক শরিক খন্দকার বলেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সবুজে সবুজে ভরিয়ে দিতে আপনারা ভিলেজ ভিশন বাংলাদেশের পাশে থাকুন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *