[english_date]।[bangla_date]।[bangla_day]

ডুমুরিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

নিজস্ব প্রতিবেদকঃ

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।

খুলনার ডুমুরিয়ায় সামাজিক সংগঠন ‘ নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন-সহ নানা কর্মসূচীর মধ্যো দিয়ে এ দিবসটি পালিত হয়। (২৬শে মার্চ) গতকাল শনিবার সকাল ৮ টায় ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ‘ নিরাপদ সড়ক চাই সংগঠনের ডুমুরিয়া উপজেলা শাখার সড়ক সহযোদ্ধারা।

নিরাপদ সড়ক চাই ‘ ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানী শাসকদের শোষণ,নিপীড়ন আর দুঃশাসনের অবসান ঘটিয়ে ১৯৭১ সালের আজকের এই দিনে বাংলার পূর্ব আকাশে রক্ত লাল হয়ে উদিত হয়েছিল একটি নতুন সূর্য,বাংলার আকাশে উড়েছিল লাল-সবুজের পতাকা। বিশ্বের বুকে জন্ম নিয়েছিল নতুন একটি দেশ যার নাম বাংলাদেশ। এই দিনে সকল শহীদের আত্মার শান্তি কামনা করেন সড়ক সহযোদ্ধারা।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন,উপদেষ্টা মন্ডলীর সদস্য গাজী হুমায়ুন কবির বুলু চেয়ারম্যান ১১ নং ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ,নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন, কোষাধ্যক্ষ জুয়েল বিশ্বাস, প্রচার সম্পাদক আরিফুজ্জামান নয়ন, সাংস্কৃতি সম্পাদক কবি তুষার দত্ত, যুব সম্পাদক সাব্বির হোসেন বাপ্পি, কার্যকরী সদস্য সরদার বাদশা, রহমান বেপারী, গাজী সোহেল,জি এম সোহেল, শ্যামল কুমার দাস প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *