[english_date]।[bangla_date]।[bangla_day]

ডুমুরিয়ায় চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতকারী প্রতারক গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিনিধি সরদারবাদশা।

 

খুলনার ডুমুরিয়ায় প্রতারক তপু দাস (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ আগস্ট) আসামী জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার দিবাগত রাতে অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। সে খুলনার দৌলতপুর এলাকার বলাই দাসের পুত্র।

 

পুলিশ ও অভিযোগ সুত্রে জানাগেছে, খুলনা জেলার নবনির্মিত রেল লাইনের সাইটে চলমান কাজ দেখাশোনা করার চাকরি দেয়ার কথা বলে ডুমুরিযা উপজেলার শাহপুর গ্রামস্থ জনৈক মোঃ ওলিয়ার রহমান (২১) সহ মোট ৩১ জন মানুষের নিকট থেকে প্রতারণামূলকভাবে মোট ১ লাখ ৬২ হাজার টাকা হাতিয়ে নেয় তপু দাস। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর করো কোন চাকুরি দিতে পারি নাই প্রতারক তপু দাস। একপর্যায়ে সে আত্মগোপন করে থাকে। অবশেষে প্রতারকের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী মোঃ ওলিয়ার রহমান।

 

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাইদুর রহমান জানান, চাকুরির দেয়ার নামে প্রতারণা মধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আসামী তপু দাসকে গ্রেফতার করা হয়েছে । বৃহস্পতিবার (২৬ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *