[english_date]।[bangla_date]।[bangla_day]

ডুমুরিয়ায় চলতি বছরে হাজার কোটি টাকা বরাদ্দে উন্নয়ন কাজ হচ্ছে নারায়ন চন্দ্র চন্দ এমপি।

নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিনিধি ।

খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধি একটি বাংলাদেশ গড়ার। তারই স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রাম হবে শহর। তারই ধারাবাহিকতায় খুলনার ডুমুরিয়ায় অভুতপূর্ব উন্নয়ন হচ্ছে। চলতি বছরেও হাজার কোটি টাকার বেশী বরাদ্দে ব্রীজ, কালর্ভাট, রাস্তা-ঘাট, মন্দির-মসজিদসহ বিভিন্ন খাতে উন্নয়ন কাজ চলছে। গতকাল মঙ্গলবার (২৮শে ডিসেম্বর ) সকাল ১২টার সময় ভদ্রানদীর উপর ৫৭ মিটার দৈর্ঘ্যরে গার্ডার ব্রীজ নির্মান কাজের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে মুক্তিযোদ্ধা মোড়ে অনুষ্ঠিত সভায় এমপি আরও বলেন, গ্রামাঞ্চল এখন শহরের পথে, কিন্তু সড়ক উন্নয়নে সবুজ বনায়নে যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, আ’লীগ নেতা শাহনাওয়াজ হোসেন জোয়ার্দার, ঠিকাদার নাসিম আকন, খান মোহন, বদরুদ্দোজা বাবলু প্রমূখ। পরে সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ শোভনা ইউনিয়নের কুমারঘাটা-কদমতলা বাজার সড়ক, পিবিএস কদমতলা সার্বজনীন পূজা মন্দির ভবন ও বাগআঁচড়া-কুলবাড়িয়া সড়কে আড়য়াখালী খালের উপর ৪৫ মিটার দৈর্ঘ্যরে আরো একটি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, প্রভাষক জিএম ফারুক হোসেন, অধ্যাপক সুশীল মন্ডল, মনিন্দ্রনাথ মল্লিক, মনোরঞ্জন রায়, গনেশ মন্ডলসহ আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ফলক উন্মোচনে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল গফুর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *