[english_date]।[bangla_date]।[bangla_day]

ডুমুরিয়ায় এসিল্যান্ড মোঃ মামুনুর রশীদ র যোগদান।

নিজস্ব প্রতিবেদকঃ

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি ।

ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মো: মামুনুর রশীদ যোগদান করেছেন। গতকাল রোববার (১৬জানুয়ারী) তিনি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
এর আগে তিনি ঢাকাস্হ ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারি পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারি পরিচালক হিসেবে কর্মরত মোঃ মামুনুর রশিদ কে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারি কমিশনার (ভূমি)হিসেবে পদায়নের জন্যে বদলী করা হয়।
ভূমি মন্ত্রানালয়ের মাঠ প্রশাসন অধিশাখা-২ এর কার্যালয়ের সিনিয়র সহকারি সচিব শাকিলা রহমান স্বাক্ষরিত গত ২৮ ডিসেম্বর তারিখের এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেয়া হয়।
এর আগে জনপ্রশাসন মন্ত্রানালয়ের এক বদলী আদেশে ডুমুরিয়ার উপজেলা সহকারি কমিশনার(ভূমি) হিসেবে কর্মরত মনিরুজ্জামানকে বরিশাল জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হলে গত ২৫ নভেম্বর তাঁর বিদায় জনিত কারণে পদটি শুণ্য হয়।
সদ্য যোগদানকারী এসিল্যান্ড মোঃ মামুনুর রশীদ তার স্হলাভিষিক্ত হলেন।
রোববার তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়ীত্বে থাকা মোঃ আবদুল ওয়াদুদ এর কাছ থেকে দায়ীত্ব বুঝে নিয়ে নিজ কর্মস্হলে দায়ীত্ব পালন করছেন বলে জানা গেছে।
নব নিযুক্ত এসিল্যান্ড মোঃ মামুনুর রশীদ ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তাঁর জন্মস্হান সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কলিমাখালী গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে শিক্ষা গ্রহনকারী মোঃ মামুনুর রশীদ ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের জনক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *