নিজস্ব প্রতিবেদকঃ

বাদশা নিজস্ব প্রতিনিধি খুলনা।
খুলনার ডুমুরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত উপজেলা সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
সভায় প্রধান অতিথি বক্তব্যদেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা (ভিডিপি) খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমেদ ফজলে রাব্বী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মামুনুর রশীদ প্রমুখ।
বিশেষ অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. সেলীমুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিশুদে। সমাবেশে উপজেলার ১৪টি ইউনিয়নে কর্মরত আনসার ও ভিডিপি সদস্যরা অংশ গ্রহন করেন।
Leave a Reply