নিজস্ব প্রতিবেদকঃ

সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে খুলনার ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার(১৬ডিসেম্বর) সকালে স্হানীয় সংসদ সদস্য, ডুমুরিয়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সাংস্কৃতিক,পেশাজীবি সংগঠনের উদ্যেগে স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ,জাতীয় পতাকা উত্তোলন,আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্যে মর্যাদায় পালন করে। উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রত্যুষে ৩১বার তোপধ্বির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
এরপর চুকনগর বধ্যভূমি এবং ডুমুরিয়া স্বাধীনতা চত্বর স্মৃতিসৌদে পুষ্পমাল্য অর্পণ শেষে ডুমুরিয়া কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুজকাওয়াজ, মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ও শারমিনা পারভীন রুমা,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
দিবসটি উদযাপন উপলক্ষে ডুমুরিয়া মুক্তিযোদ্ধা সংসদ, ডুমুরিয়া মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন,বিএনপি ও সহযোগী সংগঠন,জাতীয় পার্টি,বাংলাদেশ ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্বাধীনতা স্মৃতিসৌদে পুষ্পমাল্য অর্পন শেষে নিজ নিজ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।
এ ছাড়া ডুমুরিয়া কলেজ, চুকনগর ডিগ্রী কলেজ ,শহীদ স্মৃতি মহিলা কলেজ,ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,ডুমুরিয়া সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়,ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়,ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,সাজিয়াড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সকল স্কুল-কলেজ-মাদ্রাসায় যথাযোগ্যে মর্যাদায় দিবসটি উদযাপন করে। এ ছাড়া ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠি,নিরাপদ সড়ক চাই,প্রগতি যুব সংঘ, শিক্ষক সংগঠন, যুব সংঘ,ডুমুরিয়া ব্লাড ডোনার্স ক্লাব,সারা,আনোয়ারা মৎস্য আড়ৎসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক,পেশাজীবি সংগঠনের পক্ষ স্বাধীনতা স্মৃতি সৌদে পুষ্পমাল্য অর্পন করা হয়।
দিবসটি উপলক্ষে ‘বাধন’খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে শীতার্থ অসহায় মানুষের মাধে শীত বস্ত্র বিতরণ করা হয়। তাছাড়া স্বেচ্ছাসেবি সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশন ও ওরা একুশ’র আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে বিন্যামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প পরিচালনা করে। শেষে ডুমুরিয়া শিল্পকলা একাডেমী মঞ্চে সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের শপথ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply