[english_date]।[bangla_date]।[bangla_day]

ডুমুরিয়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

নিজস্ব প্রতিবেদকঃ

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি ।

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন পেশাজীবী সামাজিক সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশন।তারই ধারাবাহীতায খুলনার ডুমুরিয়ায় পেশাজীবী সামাজিক সংগঠন “ডুমুরিয়া ফাউন্ডেশন” এর উদ্যোগে আজ (৩১শে ডিসেম্বর) শুক্রবার শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। জি এম মনিরুজ্জামনের সভাপতিত্বে,
জি এম আবু মুসা’র সঞ্চালনায় উপজেলার সাহস ইউনিয়নের জি কে এস কে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১৫০ জন দুস্থ ও অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া ফাউন্ডেশনের সহ-সভাপতি রবিউল ইসলাম বাবু ,বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মাসুদ আলম গোলদার,জাহাঙ্গীর আলম মুকুল, শেখ মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।

ডুমুরিয়া ফাউন্ডেশনের সহ-সভাপতি রবিউল ইসলাম বাবু বলেন “এই তীব্র শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ। মানব সেবায় মহান ব্রত নিয়ে সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমার এই শীত বস্ত্র বিতরণ চলমান থাকবে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *