[english_date]।[bangla_date]।[bangla_day]

ডুমুরিয়ার কুলবাড়িয়ায় মুজিব শত বার্ষিকী উপলক্ষে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধোন।

নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিনিধিসরদার বাদশা।

 

মুজিব শত বার্ষিকী উপলক্ষে মাদককে না বলুন খেলাকে হ্যা বলুন” এই প্রত্যিপাদ্যকে সামনে রেখে খুলনা ডুমুরিয়া উপজেলার ৫নংআটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া ৯নং ওায়ার্ড বাসীর আয়োজনে মুজিব শত বার্ষিকী উপলক্ষে

৮দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন।

গতকাল ১সেপ্টেম্বর ২০২১ বিকাল সাড়ে চারটায় কুলবাড়িয়া ভদ্রা নদির তিরবর্তি বাহার ব্রিক্স মাঠে।

আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য আঃ হালিম মুন্নার সভাপতিত্তে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করেন সাংগঠনিক সম্পাদক খুলনা জেলা আওয়ামীলীগ ও খুলনা জেলা পরিষদের সদস্য সরদার আবু সালেহ।

প্রনব সরদার,স ,ম নাজমুল বারী,বিনয় সরকারের

পরিচালনায় উদ্বোধক ও প্রধান অথিতি সরদার আবু সালেহ সকল খেলোয়াড়দের শুভেচ্ছা বিনিময় করেন।

বিশষ অথিতি হিসাবে উপস্হিত ছিলেন সাংবাদিক এম এ এরশাদ,দৈনিক সমকাল,বিশিষ্ট ব্যাবসায়ি আঃ হাই বাহার,বিশিষ্ট ব্যাবসায়ি আলহাজ্ব আমিন ঊদ্দীন শেখ,বিশিষ্ট ব্যাবসায়ি রন্জন কুমার সরদার,বিশিষ্ট ব্যাবসায়ি আজিজুর রহমান মোড়ল,

বিশিষ্ট ব্যাবসায়ি পুস্পক কুমার সরদার,মোহাম্মদ আলী মোল্যা,এনামুল হক লাভলু,আটলিয়া ইউনিয়ন যুবলীগ এর আহবায়ক আবু দাউদ মোড়ল প্রমুখ।

হাজারো দর্শকের মাঝে

মহির ঊদ্দিন মাহি ও মাস্টার রফিকুল ইসলামের ধারাবর্ষে উক্ত টুর্নামেন্টে কুলবাড়িয়া উত্তর পাড়া ফুটবল একাদশ ডুমুরিয়া বনাম মনোহরপুর ফুটবল একাদশ ডুমুরিয়া এর মধ্যকার খেলায় (২-০) গোলে কুলবাড়িয়া উত্তর পাড়া ফুটবল একাদশ ডুমুরিয়া

কে পরাজিত করে মনোহরপুর ফুটবল একাদশ

চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করেন আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য আঃ হালিম মুন্না।

উক্ত খেলায় ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হয় মনোহরপুর ফুটবল একাদশ

এর খেলোয়াড় টিম লিডার সৌরভ মন্ডল।ম্যান অবদ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করেন ফাতিমা ফার্নিচার চুকনগরের কর্নধর প্রোপাইটার শেখ জাকির হোসেন।

উক্ত টুর্নামেন্টের সার্বিক পৃষ্টপোষকতায় ছিলেন আটলিয়া ইউপি চেয়ারম্যান এ্যড প্রতাপ কুমার রায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *