[english_date]।[bangla_date]।[bangla_day]

ডুমুরিয়ায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ কর্তৃক বাস্তবায়িত সফল উৎপাদনমুখি সমবায় সমিতি লিমিটেড উদ্যোগে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদকঃ

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি খুলনা।

খুলনা ডুমুরিয়ার টিপনা ভিলেস সুপার মার্কেট চত্বরে বিশেষ সাধারন সভা ২০২২ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (২৪মে) সকাল সাড়ে ১১টার সময় উক্ত বিশেষ সাধারণ সভা সভাপতিত্ব করেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া,
ফিল্ড অপারেশন, ম্যানেজার মোঃ শহীদুল ইসলাম,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা ‌বিভাগীয় সমবায় যুগ্ম নিবন্ধক, মোঃ মিজানুর রহমান,
বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন খুলনা জেলা সমবায় অফিসার সৈয়দ জসীম উদ্দিন, ডুমুরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান,ডুমুরিয়া উপজেলা সহকারী সমবায় অফিসার বিপ্লব কুমার দাস
বক্তব্য রাখেন উত্তরণ সফল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মো: ইকবাল হোসেন, কোঅপারেটিভ লিমিটেডর সভাপতি মো: ইসহাক আলী শেখ, আব্দুল কুদ্দুস,সুমন চাকী,পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন,জিএম সেলিম,
পবিত্র গীতা পাঠ করেন তুলসী রাণী দাস,
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনা করেন সফল প্রকল্পের প্রগ্রামার অফিসার মোঃ তৈয়বুর রহমান ও সুমিতা মালাকার।। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বলেন ইতি মধ্যে কোঅপারেটিভ লিমিটেডর১৬ শত সদস্য প্রায় ১৮লক্ষটাকা জমা হয়েছে।
কোঅপারেটিভ লিমিটেডর বিভিন্ন ধরনের ব্যাবসা যেমন সফল মিঠাই ঘর পশু খাদ্য পি এল ইত্যাদি ব্যাবসা শুরু করেছে। প্রধান অতিথি বলেন কোঅপারেটিভ যেভাবে এগিয়ে যাচ্ছে যদি সঠিক নেতৃত্ব মাধ্যমে পরিচালনা করতে পারে তাহালে আমার মনে হয়।এটি একদিন দেশের সেরা কোঅপারেটিভ হবে বলে আমি আশা করি।
আলোচনা সভা শেষে টিপনা ভিলেস সুপার মার্কেটে সফল নিরাপদ কৃষিপণ্য ও ডাইরী ফার্মের গো খ্যাদ্য তৈরির কারখানা শুভ উদ্বোধন করেন ও সফল মিঠাই কারখানা পরিদর্শন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *