নিজস্ব প্রতিবেদকঃ

সরদার বাদশা নিজস্ব প্রতিনিধি।
গতকার সকাল ৯.০০ টায় খুলনা ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ও কুলবাড়িয়া গ্রামে জিকে বিএসপি প্রকল্পের ঘেরের আইলে অফসিজন শিম চাষ এবং ঘেরের আইলে অফসিজন তরমুজ চাষ পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি।
পরিদর্শন পরবর্তীতে বরাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয চত্তরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ’র সভাপতিত্তে,উপজেলা কৃষি অফিসার মোঃ মোসাদ্দেক হোসেনের সঞ্চালনায়
কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন।
এসময় উপস্হিত ছিলেন সাবেক মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী বাবু নারায়ণ চন্দ্র চন্দ এমপি,কৃষি মন্ত্রণালয়’র সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম,অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার,বিএডিসি চেয়ারম্যান অমিতাভ সরকার,বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল’র চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার,খুলনা জেলা প্রশসাক মোঃ মনিরুজ্জামান তালুকদার,খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান,বিসিএস কৃষি ক্যাডার এসোসিয়েশন’র সভাপতি মোঃ মোয়াজ্জম হোসেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াদুদ,থানা অফিসার্স ইনচার্জ ওবায়দুর রহমান খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এ সময় খুলনা বাগেরহাট পিরোজপুর কৃষি উন্নয়নের আওতায় দুইজনকৃষককে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন কৃষি মন্ত্রী ড.আঃ রাজ্জাক এমপি একজন হলেন মো: আবদুর রশিদ যিনি ১২বিঘা জমিতে ৩০লক্ষ টাকা তরমুজ বিক্রি করেছেন, আরও ছয় লাখ টাকার তরমুজ বিক্রি করার আশা করছেন ।
অপরজন হলেন আব্দুল হালিম মোড়ল যিনি গেল বছর ১২ বিঘা জমিতে ৮ লাখ টাকা লালফুল জাতের অক্সিজেন শিম বিক্রি করছেন, এ বছরেও ৮ লাখ টাকার বেশি সিম বিক্রি করার আশা করছেন, তাকে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করেন, খুলনা -৫ আসনের সংসদ সদস্য, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ এমপি, উক্ত অনুষ্ঠানে আরো দুইজন কৃষককে পরিচয় করিয়ে দেন
নিউটন মন্ডল সে জুট মিলে কাজ করতো, জুট মিলের কাজ ছেড়ে দিয়ে সে মুখীকচু চাষ করে এযাবত পর্যন্ত ৩০ লক্ষ টাকার মুখী কচু বিক্রি করেছেন যার কচু কোরিয়ায় সহ বিদেশে রপ্তানি হয়, অপরজন হলেন নবজিত মল্লিক সে ২০১৮ সাল থেকে চুই ঝালের চারা বিক্রি করেছে ৪০ লক্ষ টাকার,তার চুইঝাল চুকনগর আব্বাস হোটেল ও খুলনা জিরো পয়েন্ট কামরুলের হোটেলসহ সারা বাংলাদেশের বিক্রি হচ্ছে।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় কৃষি মন্ত্রী আঃ ড. রাজ্জাক বলেন কৃষি প্রধান আমাদের বাংলাদেশে বর্তমান সরকারের সুপরিকল্পনায় কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা ও পরামর্শে বাংলার কৃষকরা কৃষিতে সমৃদ্ধি অর্জন করেছেন। সে স্রোতধারায় বাংলাদেশ আজ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ এবং বিশ্ব দরবারে সম্মানের স্থান অর্জন করে নিয়েছে।
তিনি আরও বলেন কৃষিই হলো আমাদের কৃষ্টির মূল তাই খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনের উদ্দেশ্যে দেশের সর্বস্তরের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে অবগতকরণ সে সাথে কৃষিবান্ধব সরকারের বিভিন্ন কর্মসূচি মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।
তিনি কৃষি সেক্টরে উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি বানিজ্যিক জৈবকৃষি খামার স্থাপন ও উচ্চমূল্যের ফসল চাষ বৃদ্ধিরও পরামর্শ দেন।
Leave a Reply