নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ আলহাম রবিন।
সিরাজগঞ্জ সদর উপজেলা প্রতিনিধিঃবিশ্বের সাথে তাল মিলিয়ে চলার আন্তর্জাতিক মানের ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সকে ৩ বছরে রূপান্তরে অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ বন্ধ , বিএনবিসি – ২০২০ এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও ধারা উপধারা সংশোধন,ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার অশিম সংকট সমাধান ও ছাত্র শিক্ষক পেশাজীবীদের পেশাগত সীমাহীন সমস্যার সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ও নির্দেশিত ৪ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
প্রদান করা হয়েছে।
(১৫ সেপ্টেম্বর) বুধবার বেলা ১২ টার দিকে সিরাজগঞ্জ গণপূর্ত অফিসের পাশের রোডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ছাত্র শিক্ষকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশ গ্রহণ করেন
সিরাজগঞ্জ জেলা শাখার আইডিইবি’র সভাপতি নওশের আহমেদ তামান্না, সহ-সভাপতি রবীন্দ্রনাথ মহন্ত, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী মোঃ নাজমুল করিম, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ইন্সট্রাক্টর মোঃ সহিদুল ইসলাম, সদস্য সচিব জুনিয়র ইন্সট্রাক্টর মোঃ জহুরুল ইসলাম , যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ , শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের
মোঃ মোর্শেদ মিয়া, ছাত্র প্রতিনিধি আবু তালহা সরকার , এহসান আহমেদসহ আরো অনেকে।
মানববন্ধন শেষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক পেশাজীবীদের পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করা হয়।
Leave a Reply