[english_date]।[bangla_date]।[bangla_day]

ঠাকুরগাঁওয়ে সতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা ও ভাঙ্গচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ সাইফুল আলম বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ-

রুহিয়ায় সতন্ত্র প্রার্থী আনারস মার্কা কর্মী আব্দুল জলিলের বাড়ি ভাঙ্গচুর ও লোকজনের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন আনারস প্রার্থী আনসারুল হক। ১৮ ডিসেম্বর শনিবার দুপুরে রুহিয়া থানাধীন ৭নং কাশলগাঁও ওয়ার্ডের কুড়ালিপাড়ার আব্দুল জলিলের বাসায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, গত ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৭.৩০ মিনিটে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশালগাঁও কুড়ালিপাড়া গ্রামে আব্দুল জলিলের বাড়ীর উঠানে নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করি। বৈঠক হওয়ার পূর্বেই নৌকা মার্কার কতিপয় কর্মীগণ সঙ্ঘবদ্ধ হয়ে আনারস কর্মীদের বলেন এখানে কোন আনারস মার্কার উঠান বৈঠক করতে দেওয়া হবে না । উপস্থিত স্থানীয় লোকজনকে চলে যেতে বলে । অন্যথায় প্রাণে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে এবং চিৎকার করতে থাকে । পরক্ষণে আমি খবর পাইলে কোন দূর্ঘটনা এড়াইতে আমার সকল কর্মীবৃন্দকে ছাড়াই শুধুমাত্র আমি ( প্রার্থী ) ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো : মোস্তফা কামালসহ সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় বৈঠক স্থলে উপস্থিত হলে নৌকা মার্কার কর্মীবৃন্দ চলে যায়। বৈঠকে উপস্থিত অনেকে আমাকে জানান যে , উপস্থিত অনেক ভোটার ও সমর্থক প্রাণ ভয়ে পালিয়ে যায় । অল্প সংখ্যক উপস্থিতি নিয়ে আমি ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো : মোস্তফা কামাল ১০ মিনিটের মধ্যে নির্বাচনী আলোচনা শেষ করে ৭.৪৫ মিনিটে নির্বাচনী বৈঠক স্থল ত্যাগ করি । অতপর আনুমানিক রাত ৮ ঘটিকার সময় পূণরায় নৌকা মার্কার প্রার্থী ও কর্মী অনিল সেন পিতা- মৃত : মোহিনী সেন কশালগাঁও, রাব্বি পিতা- মৃত : আক্তার হোসেন কানিকশালগাঁও , দিদার আলী পিতা- মৃত : সরিফদ্দীন কশালগাঁও , সজল পিতা হামিদুল ইসলাম কানিকশালগাঁও, সহ অজ্ঞাতনামা ৪০/৫০ জন সঙ্গবদ্ধ হয়ে বৈঠক স্থলে উপস্থিত হয়ে চেয়ার, ব্রেঞ্চ সহ স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল, জলিলের মা গোলাপি বেওয়া ও ভাতিজা সুজন এর মোট ০৩ টি ঘর ০২ টি দরজা ভেঙ্গে ক্ষতিগ্রস্থ করে । লাঠি – শোঠা , ছুড়ি সহ দেশীয় বিভিন্ন রকমের অস্ত্র – শস্ত্র দিয়ে আব্দুল জলিল , দুলাল , গোলাপি বেওয়া ও আব্দুল জলিলে কণ্যা জেলি আক্তারকে বেদম মারপিট করে এবং আনারস প্রতিকের বেনার ও পোষ্টার ছিড়ে ফেলে । এতে জনগণ ভয়ে আতঙ্কিত হয় এবং আমি মনে করি আমার কর্মী ও সমর্থকবৃন্দ প্রাণনাশের হুমকির সম্মুক্ষিণ হতে পারে । তারা আরো জনগণকে হুমকি প্রদান করে বলেন, নৌকার ভোটার ছাড়া কেউ ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন না। রাতের আধারে অত্র ইউনিয়নের বিভিন্ন জায়গায় আমার আনারস প্রতিকের পোষ্টার ছিরে ফেলেছে । ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্নের স্বার্থে নির্বাচন অফিস , রিটার্নিং অফিসার , পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকল অফিসে লিখিত ভাবে অভিযোগ করার প্রস্তুতি নিয়েছি বলে সংবাদ মাধ‌্যমকে জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *