নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ সাইফুল আলম বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারী) সকালে জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতির ব্যাক্তিগত উদ্যোগে শ্রমিকদের মাঝে দেড়শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এসময় জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতির নুর এ শাহাদাৎ স্বজন জানান, উত্তরের এ জেলায় বরাবর শীত বেশি থাকে। সেই লক্ষ্যেই আমার শুভাকাঙ্খিরা বেশকিছু শীতবস্ত্র প্রেরণ করেন। পাশাপাশি নিজস্ব তহবিল থেকে সমন্বীত উদ্যোগে কম্বলগুলো বিতরণ করা হলো। আমরা চাই সমাজের বৃত্তবান মানুষেরা এগিয়ে আসলে শীত মোকাবেলায় এ অঞ্চলের মানুষের দূর্ভোগ আরো কমানো সম্ভব হবে।
কম্বল বিতরনের সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন কুমার ঘোষ, সহ সাধারণ সম্পাদক রাজীব পোদ্দার শশীসহ সংগঠনের নেতারা।
কনকনে এ শীতে কার ও মাইক্রোবাস মালিক সমিতির শ্রমিক পরিবারের সদস্যরা শীতবস্ত্র পেয়ে আনন্দিত তারা।
Leave a Reply