নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ সাইফুল আলম বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি:-
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার এক সময়ের বিশিষ্ঠ রাজনীতিবিদ ও তিনবারের সাবেক চেয়ারম্যান মরহুম নূরল হক তিনবারের সাবেক চেয়ারম্যান মরহুম নূরল হক (বোমবার্ড) স্যারের নামে ষড়যন্ত্র মিথ্যা কটুক্তি দেওয়ায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ডিসেম্বর পঞ্চায়েতপাড়ার সতন্ত্র ঘোড়া মার্কার খুলি বৈঠকে বর্তমান চেয়ারম্যান ও নৌকার মাঝি মনিরুল হক বাবুর পিতা মরহুম নুরুল হক বোমবার্ড চেয়ারম্যানের নামে কটুক্তির প্রতিবাদে ২০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় রুহিয়া চৌরাস্তায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১নং রুহিয়া ইউনিয়ন আ’লীগের উদ্দ্যোগে
আয়োজিত প্রতিবাদ সভায় রুহিয়া ইউনিয়ন আ’লীগের নির্বাচনী পর্যবেক্ষক আব্দুল জব্বার মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নৌকা মার্কার প্রার্থী ও রুহিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মনিরুল হক বাবু, ঠাকুরগাঁও জেলা
আওয়ামী মহিলালীগের সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়াল, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা, ঠাকুরগাঁও জেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম জুয়েল, রুহিয়া থানা আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, রুহিয়া থানা আ’লীগের উপদেষ্টা আব্দুল আজিজ মিলার, সহ-সভাপতি মকবুল হোসেন, রুহিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, সহ-সভাপতি শরিফ সরকার, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম মাহেল, রুহিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, রুহিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আল-মামুন প্রমুখ। বক্তারা সকলেই বলেন, নুরুল হক বোমবার্ড রুহিয়ার উন্নয়নে যে অবদান রেখে গেছেন তার চীরস্মরণীয়। তিনি তার জীবদ্দশায় সর্বদায় জনগণের পাশে থেকে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করে গেছেন।
Leave a Reply