[english_date]।[bangla_date]।[bangla_day]

ঠাকুরগাঁওয়ে এসএসসি ৯৯ ব্যাচের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

নিজস্ব প্রতিবেদকঃ

আব্দুস সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

শীতার্তদের পাশে ঠাকুরগাঁও এসএসসি ৯৯ ব্যাচ। আজ শুক্রবার (২১ জানুয়ারি) সকালে এসএসসি ৯৯ ব্যাচের উদ্যোগে গরীব অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এসএসসি ৯৯ ব্যাচের যশোর মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান উপস্থিত থেকে শীতবস্ত্র তুলে দেয়া হয়।

এ সময় এসএসসি ৯৯ ব্যাচের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরনের সময় সৈয়দ জাকির হাসান বলেন, আমার মাতৃভুমি ঠাকুরগাঁও জেলায়। সরকারি চাকুরি করায় আমি বর্তমানে যশোরে কর্মরত। যেহেতু ঠাকুরগাঁও শীত প্রবণ এলাকা তাই দরিদ্রদের কথা চিন্তা করে বেশকিছু শীতবস্ত্র দেয়ার চেস্টা করেছি মাত্র। কস্টে থাকা মানুষগুলোর উষ্ণতায় এমন প্রদক্ষেপ। তবে ৯৯ ব্যাচের বন্ধুদের সহায়তায় রয়েছে। তাদের উদ্যোগ আমাকে অনুপ্রেরণা জাগিয়েছে। আমি মনে করি মানুষ মানুষের জন্য। সমাজের বৃত্তবান মানুষেরা যদি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে এগিয়ে আসে তাহলে দরিদ্র মানুষের শীত নিবারনে অনেকটাই সহজ হবে।
স্বেচ্ছাসেবী সংগঠনটি এরই মধ্যে জেলায় শীতবস্ত্র বিতরণসহ উপজেলা পর্যায়েও কয়েক দফা শীতবস্ত্র বিতরণ করেছে। যা এ জেলার মানুষকে অনুপ্রানিত করে তুলেছে বলে মনে করেন স্থানীয়রা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *