[english_date]।[bangla_date]।[bangla_day]

ট্রাফিক পুলিশের মানবিকতার হাত।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ মাসুদ রানা রাশেদ:
নতুন বছরের শুরুতেই লালমনিরহাট পুলিশকে মানবিকতার তরে কাজ করতে দেখা গেছে। রবিবার (৩ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা শহরের ব্যস্ততম রাস্তায় দেখা গেল মানবিকতার এক ভিন্ন চিত্র।

বিডিআর গেট (মোগলহাট রোড) এ জনৈক এক ভ্যান চালক রেলওয়ে লাইন পাড় হওয়া সময় হঠাৎ ভ্যান থেকে বেশ কিছু মালামাল বোঝাই বস্তা পড়ে যায়। সেই রাস্তাটি ব্যস্ততম হওয়ায় আশপাশে সবাই যে যার যার মতো চলতে থাকে। পরিবেশটা এমন যে কে রাখে কার খোঁজ।

এমন দৃশ্য দেখে পাশে থাকা একজন ট্রাফিক পুলিশ এগিয়ে আসতে থাকেন। তা দেখে ভ্যান চালক কিছুটা ঘাবড়ে যায়, ভাবে তার কারনে রাস্তায় জ্যাম সৃষ্টি হতে পারে এ জন্য মনে হয় তাকে কোন জরিমানা গুনতে হবে। কিন্তু তা না, বরং ভ্যান চালককে সাহায্য করতে বস্তার এক পাশে নিজে হাত দিয়ে ট্রাফিক পুলিশ বলেন, ভাই অপরদিকে হাত দেন। সবগুলো বস্তা দু’জনেই হাত দিয়ে ভ্যানে তুলে রাখেন। তারপর ওই চালককে যেতে বলেন। এমন দৃশ্যের ছবি স্যোশাল মিডিয়ায় বেশ সারা ফেলছে।

জানা যায়, ওই ট্রাফিক পুলিশের নাম আরিফ। তিনি লালমনিরহাট ট্রাফিক পুলিশ বিভাগে কর্মরত। তার পদবী এটিএসআই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *