[english_date]।[bangla_date]।[bangla_day]

ট্রাকে গান বাজিয়ে পারকি সৈকতে যাত্রা,ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।

নিজস্ব প্রতিবেদকঃ

শেখ আবদুল্লাহ আনোয়ারা(চট্রগ্রাম)প্রতিনিধি।

 

আনোয়ারায় উপেজলা পারকী মুখী পর্যটক স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ট্রাকে গান বাজিয়ে উপদ্রব সৃষ্টি করার কারণে ২ হাজার টাকাজরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (২৮-সেপ্টেম্বর ) দুপুর উপজেলার সহকারী (ভূমি) কমিশনার তানভীর হাসান চৌধুরী’র নেতৃত্বে সিইউএপএলবাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানের বিষয়ে উপজেলার সহকারী (ভূমি) কমিশনার তানভীর হাসান চৌধুরী বলেন, উপজেলার সিইউএফএল বাজারেদুপুর অভিযান পরিচালনা করে ট্রাকে গান বাজিয়ে উপদ্রব সৃষ্টি করার কারণে ও গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় ১টি মামলায়২ হাজার টাকা জরিমানা করা হয় ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *