নিজস্ব প্রতিবেদকঃ

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থা মধুপুর উপজেলা শাখার আয়োজনে শুক্রবার(১০ ডিসেম্বর) এই কর্মসূচি পালন করে।
দিবসটি উদযাপন উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়ে মধুপুরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে জামালপুর রোডে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থা মধুপুর শাখার সভাপতি সার্জেন্ট (অব:) গোলাম কিবরীয়া। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মধুপুর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান বাবলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন (অব:) শাকের আহমেদ, আবদুস সালাম, জয়নাল আবেদীন, সবুর উদ্দিন প্রমূখ।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্হিত ছিলেন।
Leave a Reply