নিজস্ব প্রতিবেদকঃ

আব্দুল খালেক সুমন:
অদ্য ২৩/৯/২১/ ইং তারিখ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন টঙ্গী পূর্ব থানা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় বিক্ষোভ কারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখেন।
উক্ত বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সদস্য ও টঙ্গী থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ নূরুল ইসলাম নূরু। ৫০নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আবুবক্কর সিদ্দিক। গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক সদস্য কাইয়ুম সরকার। ৪৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব মোঃ আওলাদ হোসেন। ৪৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন। ৪৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম। হক কোম্পানির শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তার হোসেন। যুবলীগ নেতা সোলেমান মিয়া। মোঃ খোকন শেখ। ৪৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান শাহীন। ৪৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাহিদ। ৪৬ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী আজমির কিশান। ৪৬নং ওয়ার্ড ছাত্রলীগের রায়হান আহমেদ প্রান্ত সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় কাউন্সিলর নূরুল ইসলাম নূরু বলেন, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই গাজীপুর সিটি করপোরেশনকে গরিব-দুঃখী মানুষের উন্নয়নের কল্যাণের স্বার্থে বাস্তবায়ন করেছেন এবং আমাদের সে সিটি কর্পোরেশনে একজন মেয়র নির্বাচিত হয়েছেন, আর আজকে সেই মেয়র এর কারণে মানুষ আজ রাস্তায় নেমে এসেছে, আওয়ামী লীগ থেকে মনোনীত হয়ে নির্বাচিত হয়েছেন, আজ সেই মেয়র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বলে, এই কথায় টঙ্গী গাজীপুরের মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছেনা, কোনোভাবেই সহ্য করতে পারছেনা, বিদায় গাজীপুরবাসী মেয়র জাহাঙ্গীর আলমের পদত্যাগ ও বিচারের আওতায় আনা হোক এবং অবিলম্বে বহিষ্কারের দাবি জানান।
তিনি আরো বলেন আমরা এই মেয়র কে নির্বাচিত করেছি কিন্তু দুঃখের বিষয় হল আজ সেই মেয়র বিএনপি জামায়াত এবং হেফাজতের পক্ষ নিয়ে বাঙালি জাতির গর্ব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করে, সিটি কর্পোরেশন নিয়ে কটুক্তি করে, আওয়ামী লীগের নিবেদিত নির্যাতিত নেতাদের তিনি বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়েছেন শুধু তাই নয় তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের পাস কাটিয়ে তিনি উনার বাহিনীকে শক্তিশালী করেছেন। আজকে এই টঙ্গী এলাকার উন্নয়নের কাজের জন্য হাজার হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে কিন্তু একটি উন্নয়ন ও করা হয়নি, এই রাজস্ব আদায়ের হাজার হাজার কোটি টাকা মেয়র জাহাঙ্গীর আলম লুটপাট করে খেয়েছেন।
তিনি আরো বলেন আমাদের আস্থাভাজন শহীদ আহসান উল্লাহ মাস্টার এর সুযোগ্য সন্তান বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি মহোদয়ের বিরুদ্ধে দুঃসাহসিকত মন্তব্য করেছেন শুধু তাই নয় তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান সাহেব কে নিয়েও মন্তব্য করেছেন, তিনি এই দুঃসাহসি মন্তব্য করায় তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং তাকে দল থেকে বহিষ্কার করতে হবে বলে জানান।
Leave a Reply