[english_date]।[bangla_date]।[bangla_day]

ঝিকরগাছায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ সভায় জেলা প্রশাসক ।

নিজস্ব প্রতিবেদকঃ

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে যশোরের ঝিকরগাছায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তামিজুল ইসলাম খান। তিনি বলেন, ঝিকরগাছা উপজেলায় নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে বিরোধ তৈরী করে কোন প্রকার ঝামেলা মেনে নেওয়া হবে না। নির্বাচনের আচরণবিধি মেনে নির্বাচন সুষ্ঠ করতে সর্ব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা পরিষদের মুক্তমঞ্চে রবিবার সকাল ১০টার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ হুমায়ুন কবির, নাভারণ সর্কেল জুয়েল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাচন অফিসার অপূর্ব কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধরণ সম্পাদক সৈয়েদ ইমরানুর রশিদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ শাহাবুদ্দিন মোড়ল সহ উপজেলার সকল ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত নৌকা, স্বতন্ত্র ও সহযোগী দলের প্রার্থীবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *