[english_date]।[bangla_date]।[bangla_day]

জুড়ীতে যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে ডাকাতি; নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বৃহস্পতিবার দিবাগত রাতে আদিবাসী যুক্তরাষ্ট্র প্রবাসী বিজন সিংহের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল বাড়ির লোকদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার এবং দুটি পাসপোর্ট যুক্তরাষ্ট্রের পিআর কার্ড সহ লুটে নিয়েছে।

 

কুলাউড়া সার্কেল ও জুড়ী থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যপারে থানায় অভিযোগ করা হয়েছে।

 

সরেজমিন ঘটনাস্থল গেলে এলাকাবাসী ও অভিযোগ সুত্রে জানা যায় জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের ছোট ধামাই গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী বিজন সিংহের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। রাজ কিশোর সিংহ (৭৭) এর ছোট ছেলে বিমল সিংহ (৩৫) প্রবাসী বিজন সিংহের ছোট ভাই বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। রাত আনুমানিক ২টার সময় ৭/ ৮ জনের মুখোশধারী ডাকাত দল তাদের ঘরের কেচি গেটের তালা ভেঙ্গে শয়নকক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে মৃত্যুর ভয় দেখিয়ে প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ব্যবহৃত ১টি মোবাইলফোন, তাঁর বাবা রাজ কিশোর সিংহের দুইটি পাসপোর্ট যুক্তরাষ্ট্র পিআর কার্ডসহ নগদ ৭০/৮০ হাজার টাকা লুটে নেয়। এ ঘটনার পর আদিবাসি (মনিপুরি) সম্পদায় যুক্তরাষ্ট্র প্রবাসী পরিবারের সদস্যরা আতংকে ভুগছেন।

 

এলাকার লোকজন জানান রাজ কিশোর সিংহের পরিবার ও অন্য একটি পক্ষের মধ্যে ঐদিন জায়গা জমির বিনিময় হয়, ডাকাতেরা লোটপাটের সময় ঘটনাটি ভিন্নখাতে নিতে সু-কৌশলে জায়গার দলীল পত্র চায়। জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছেন।

 

এব্যপারে জুড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা বলেন, আমার নিকটবর্তী বাড়িতে ডাকাতির ঘটনার ভোর রাতেই বিমল সিংহ আমাকে ফোনে তাদের বাড়িতে ডাকাতির ঘটনা জানিয়েছেন আমি ভোর ৫টায় জুড়ী থানার ওসিকে বিষয়টি অবগত এবং পুলিশের সাথে ঘটনাস্থল পরিদর্শন করি।

 

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, খবর পেয়েই সার্কেল অফিসার (কুলাউড়া) ও জুড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার ভুক্তভোগীরা অভিযোগ দায়ের করেছেন, অভিযোগের পরীপেক্ষিতে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *