নিজস্ব প্রতিবেদকঃ

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।
চুকনগরে আবুল হোসেন নামে বিদ্যুৎ স্পৃষ্টে ষাট বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে । সে ডুমুরিয়া উপজেলার মালতিয়া ইটভাটা আবাসিক এলাকার বস্তিতে বসবাস করতেন । জানা যায় , আবুল হোসেন ও তার স্ত্রী চুকনগর বাজারের পরিচ্ছন্ন কর্মী । শুক্রবার বাজারে কাজ শেষে রাত ১২ টার দিকে বাসায় ফিরছিলেন তিনি । পথিমধ্যে বিদ্যুতের ছেড়া তাঁরে বেঁধে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । এলাকাবাসী জানায় , এক ব্যক্তি বাড়ি থেকে বিদ্যুতের তার টেনে মৎস্য ঘেরে নিয়ে গেছে । কোন কারনে ওই তাঁর ছিড়ে রাস্তায় পড়ে ছিল । আবুল হোসেন অন্ধকারে বাড়ি যাওয়ার সময় ওই তাঁর পায়ে জড়িয়ে তিনি তড়িতাহত হন । ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ ওবাইদুর রহমান বলেন , খবর পেয়ে থানার পরিদর্শক ( তদন্ত ) কে ঘটনাস্থলে পাঠানো হয় । লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে । এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।
Leave a Reply