[english_date]।[bangla_date]।[bangla_day]

চুকনগরে এবার অজ্ঞান করে কিশোরের ভ্যান ছিনতাই ।

নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিনিধি সরদার বাদশা ।

 

খুলনা ডুমুরিয়া উপজেলার চুকনগর শহরের খুলনা সাতক্ষীরা মহসড়ক রোডস্থ আবীর ফিস এর সামনে থেকে অজ্ঞান করে কিশোরের ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে ২ প্রতারক।

 

স্থানীয় সূত্রে জানা যায় প্রতারক চক্রের২ সদস্য

পাটকেলঘাটা থেকে ৬০০ টাকা চুক্তি করে চুকনগরে নিয়ে আসে সাতক্ষীরার পাটকেলঘাটার খলিল সরদারের কিশোরী ছেলে আব্দুল্লাহ (১৩)কে গত কাল সকালে প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে জীবিকার তাগিদে ভ্যান চলিয়ে এসেছিল আব্দুল্লাহ। ৪ সদস্যের একটি পরিবারের দায়িত্ব অনেকটাই তার কাঁধে কিন্ত চুকনগর শহর থেকে প্রতারক চক্রের২ সদস্য তাকে কেক আর চেতনানাশক মিশ্রিত কোমল পানীয় খেতেদিলে কিছুক্ষনের মধ্যৈই কিশোর তুহিন জ্ঞান হারায়। উপার্জনের একমাত্র পাথেয় ব্যাটারি চালিত ভ্যানটি নিয়ে লাপাত্তা হয়ে যায় দুই মানুষরূপী অমানুষ অজ্ঞান পার্টির সদস্য। স্থানীয় ব্যক্তিরা অজ্ঞাত অবস্থায় একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়ার পর ছেলেটি সুস্থ হলে তার ভ্যানটি পাওয়ার জন্য আহাজারি ও কান্নাকাটি করতে থাকে ছেলেটি। তার আহাজারি কান্নাকাটিতে চারপাশের আকাশ বাতাস যন ভারি হয়ে ওঠে, এখন কিভাবে সে সংসার চলবে?

 

স্থানীয় ব্যক্তিরা জানায়, চুকনগর শহর থেকেএভাবে প্রতিনিয়ত চুরি হয়ে যাচছে ভ্যান, যেন দেখার কেউ নাই ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *