[english_date]।[bangla_date]।[bangla_day]

গোবিন্দগঞ্জের সাংবাদিক মুর্শিদা আক্তার সুইটির মৃত্যুতে এসইউএসবি’র শোক প্রকাশ!

নিজস্ব প্রতিবেদকঃ

 

 

গোবিন্দগঞ্জের সাংবাদিক মুর্শিদা আক্তার সুইটির মৃত্যুতে জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ ( এসইউএসবি) এর কেন্দ্রীয় সভাপতি শিব্বির আহমদ ওসমান ও সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরীসহ সমস্থ নেতৃবৃন্দরা শোক প্রকাশ করে গণমাধ্যমে শোক বাণী দিয়েছেন !

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাংবাদিক মুর্শিদা আক্তার সুইটি (৪০) আর নেই। শনিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে অসুস্থ্য হয়ে পড়লে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন (ইন্না…রাজিউন)। সে দৈনিক মহাস্থান পত্রিকার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য এবং গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরামের দপ্তর সম্পাদক হিসেবে কর্তব্যরত ছিলেন। তাঁর মৃত্যুতে গোবিন্দগঞ্জ সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

 

সাংবাদিক সুইটি গোবিন্দগঞ্জ পৌরসভার খলসী উত্তর পাড়ার মৃত মিণ্টু মিয়ার কন্যা। এক ভাই ও চার বোনের মধ্যে সে ছিল সবার বড়। সংসার জীবনে একমাত্র পুত্র স্বাধীনসহ তিনি অসংখ্যক গুণগ্রাহী রেখে গেছেন।

 

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বোন জামাই আনোয়ার জানান, আজ দুপুরে সে কয়েকবার পাতলা পায়খানা করে অসুস্থ্য হয়ে পড়ে। পরে সন্ধ্যায় হাসপাতালে নিয়ে টেস্ট করার পর চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে।

 

তিনি আরও জানান, আগামীকাল রবিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে (খলসি উত্তর) দাফন করা হবে।

 

সাংবাদিক সুইটির মৃত্যুতে এসইউএসবি’র পাশাপাশি গোবিন্দগঞ্জের রিপোর্টাস ফোরাম, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাব, প্রেস ক্লাব গোবিন্দগঞ্জ, বাংলাদেশ প্রেস ক্লাব, গোবিন্দগঞ্জ প্রেস ইউনিয়ন, সাংবাদিক অ্যাসোসিয়েশন, জাতীয় সাংবাদিক সংস্থার সদস্যবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার কর্তাব্যক্তিরা শোক জানিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *