[english_date]।[bangla_date]।[bangla_day]

গোদাগাড়ীতে নোংরা পরিবেশেয় পণ্য উৎপাদনে দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ রবিউল ইসলাম মিনাল
গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে বিএসটি আইয়ের অভিযানে দুটি তেল মিল ও একটি মিষ্টির দোকানে ৩৫ হাজার টাকা পরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও রাজশাহী বিএসটিআইয়ের বিভাগীয় অফিস এর সমন্বয়ে এই মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়।

অভিযানে উপজেলার মহিশালবাড়ী বাজারে সাহা অয়েল মিল ও আমিনুল তেল মিলকে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে সরিষার তেল পণ্য উৎপাদন , বিক্রি ও বিতরণ করায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া গোদাগাড়ী পৌর সদরে দিলখোশ হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারকে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং খেলা টয়লেটের পাশে ফার্মেন্টেন্ড মিল্কসহ অন্যান্য পণ্য উৎপাদন, বিক্রি বিতরণ করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রত্যেককে আগামী এক মাসের মধ্যে স্বাস্থ্য ও পরিবেশগত অবস্থা উন্নতিকরত বিএসটিআইয়ের অনুমোদন গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।

আদালতের নেতৃত্বে ছিলেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জানে আলম এবং বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী-এর পক্ষে মোঃ শরীফ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) । জনস্বার্থে বিএসটিআই রাজশাহী অফিসের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিএসটিআই তা সাংবাদিকদের জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *