নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ আব্দুর রাজ্জাক রাজা টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়নের ঘুনিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা চাঁন মাহমুদ খান (৭৫) আজ (০৬ জানুয়ারি) ভোরে বার্ধক্য জনিত কারণে ঢাকা সাভারে তার নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দুপুরে নিজ গ্রামের ঘুনিপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন ও সলিমাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম খান অপু। মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন।
মরহুমের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউনিয়ন সহকারী কমান্ডার জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আক্তার ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজমুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সহ প্রায় ৩০ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানগণ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ, নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মরহুম তার সংসারে তিন ভাই, পাঁচ বোন ও স্ত্রী সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
Leave a Reply