[english_date]।[bangla_date]।[bangla_day]

গুরুদাসপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ।

নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ সোহাগ আরেফিন. গুরুদাসপুর ( নাটোর প্রতিনিধি)।

 

দেশ ও জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বর্তমান সরকার চায় খেলাধুলার মধ্য দিয়ে এ দেশের ছেলে-মেয়েরা এগিয়ে যাক। খেলাধুলার মধ্য দিয়ে দেশের মানুষ সুনাগরিক হিসেবে গড়ে উঠুক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাই চান। আর মাননীয় প্রধানমন্ত্রীর সেই চিন্তাচেতনাকে ধারন করে খেলাধুলা বাড়ায় বল মাদক ছেড়ে খেলতে চল এই শ্লোগানকে সামনে রেখে আজ বিকেল ৪ টায় ধারাবারিষা ইউনিয়ন পরিষদ সংলগ্ন শিধুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 

৫ নং ধারাবারিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল মতিন মাষ্টারের সভাপতিত্বে ও গুরুদাসপুর উপজেলার কল্লোল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব মোঃমিল্টন উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে উক্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামিলীগের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ফুটবল খেলা প্রিয় শাহরিয়ার সোহান ও ছাত্রলীগ নেতা মোঃ মেহেদী হাসান বলেন,শরীর ও মনকে প্রফুল্ল করতে খেলার গুরুত্ব অপরিসীম। বর্তমানে যুব সমাজকে মাদক মুক্ত করতে খেলার কোন জুরি নেই।লকডাউনে ঘরমুখী মানুকে একটু আনন্দ দিতেই আমাদের এই আয়োজন।

এলাকাবাসী ও ফুটবল ভক্তরা এমন খেলা অনুষ্ঠিত হওয়ায় উদ্যোগকারীদের সাধুবাদ জানিয়েছেন।

 

ফুটবল প্রীতি ম্যাচে দুটি দল অংশগ্রহণ করেন। সিধুলী চেয়ারম্যান পাড়া বনাম মধ্যপাড়া।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *