[english_date]।[bangla_date]।[bangla_day]

গণমাধ্যমে কথা বলতে মহাপরিচালকের অনুমতি নিতে হবে

নিজস্ব প্রতিবেদকঃ

ষ্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের গণমাধ্যমে সাক্ষাৎকার ও টকশোতে অংশ নেওয়ার জন্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) কাছ থেকে অনুমতি নিতে হবে। ন্যূনতম পরিচালক পর্যায়ের কর্মকর্তারা সাক্ষাৎকার বা টকশোতে অংশ নিতে পারবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন প্রচারমাধ্যমে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা মুখপাত্র হিসেবে অনুষ্ঠানে অংশ নেন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। নিয়মিত ব্রিফিং ছাড়া এসব অনুষ্ঠানের বক্তব্য ও মন্তব্যের কারণে অনেক সময় সরকারকে বিব্রত হতে হয়। এ কারণে প্রচারমাধ্যমে সরকারের প্রতিনিধিত্ব করার বিষয়ে যথাযথ বিধিবিধান থাকা উচিত। এখন থেকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে বিভিন্ন অনুষ্ঠানে সাক্ষাৎকার প্রদান, অনুষ্ঠানে অংশগ্রহণের আগে অধিদপ্তরের মহপরিচালকের অনুমতি নিতে হবে। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *