[english_date]।[bangla_date]।[bangla_day]

গজারিয়ায় সয়াবিন তেলবাহী ট্রাক দূর্ঘটনার কবলে।

নিজস্ব প্রতিবেদকঃ

গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা সয়াবিন তেলবাহী ট্রাক দূর্ঘটনার কবলে,সয়াবিন তেল এর সংকটের এই সময়ে ৬০ড্রাম তেল নষ্ট হওয়ার আশংকা।

আজ বৃহস্পতি বার সকাল আনুঃমানিক ৭:৩০মিনিটের দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দঁড়ি বাউশিয়া এলাকায় ঢাকাগামী লেনে(বগুড়া ট ১১-১২৬৮)ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ১২০০০লিটার তেলসহ খাদে পড়ে যায়।স্থানীয়রা ট্রাকের অজ্ঞাত ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।এই মুহুর্তে দেশে সয়াবিন তেলের আকাশ ছোঁয়া দাম ও ব্যবসায়ীদের কৃত্রিম সংকটকালে এই ৬০ড্রাম তেল নষ্ট হওয়ার আশংকা করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে ভবেরচর হাই-ওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃশাহজালাল বাবুল বলেন,আমরা জেনেছি দঁড়ি বাউশিয়া ষ্টান্ডে ইউ-টার্নে দ্রুতগতিতে আসা লোকাল বাসকে বাঁচাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়,ট্রাকটি উদ্ধারে কাজ চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *