নিজস্ব প্রতিবেদকঃ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পুলিশের বিশেষ অভিযানে গজারিয়া উপজেলা টেংগারচর ইউনিয়ন এর উত্তর শাহপুর এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৫ সদস্যকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতি প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে গজারিয়া থানার অফিসার ইনচার্জ এই তথ্য নিশ্চিত করেন। তিন আরো বলেন অভিযান পরিচালনা কালে পুলিশের উপস্থিত টের পেয়ে একটি ট্রাক ও পিক আপ থেকে ৮-১০ জন ডাকাত রাস্তার পাশে খালে পানিতে লাখ দেয় পুলিশ সদস্যরাও খালের পানিতে ঝাপ দিয়ে ৫ ডাকাতকে আটক করতে সক্ষম হয়। আটক আটককৃতরা হলেন ১। মোঃ আসলাম ২। ইসমাইল ৩। মোঃ সুমন ৪। রাসেল হাসান ৫। মেহেদী হাসান। ডাকাতি কালে ব্যবহৃত নাম্বার বিহীন তিনটি ট্রাক এবং বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করে থানা পুলিশ। এই ঘটনায় গজারিয়া থানার এস আই মোঃ কামাল উদ্দিন বাধী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেন যার মামলা নং ০৮।
Leave a Reply