[english_date]।[bangla_date]।[bangla_day]

গজারিয়ায় নুরু মাল গংদের সম্পত্তিতে জোর করে বালু ভরাট।

নিজস্ব প্রতিবেদকঃ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের নাজির চর গ্রামে নুরু মাল গংদের জমিতে জোর করে বালু ভরাটের অভিযোগ পাওয়া গেছে। সরজমিনে গিয়ে দেখা যায় ওয়ারিশ সূত্রে ৪৯ শতাংশ যার খতিয়ান নং ৬৫০ এবং আর এস দাগ নাম্বার২৬৩৫ ও ২৬৩৬ সম্পত্তির মালিক নুরু মাল গং।এই সম্পত্তিতে জোর করে বালু ভরাট করেন সালাম গং। তাদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ আদালতে দুই টি মামলা চলমান রয়েছে যার নাম্বার ৭৫/২০২০ অপরটি ০৪/২০২০। এই বিষয়ে নূরু মাল গংদের সাথে কথা বলে জানা যায় বিবাদী পক্ষ অনেক প্রভাবশালী হওয়ায় তাদের বাধা দিলে তারা বাধা না মেনে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আর ও জানায় তাদের পূর্বপুরুষ থেকে এই জমি বুক দখল করে আসছিল। তিনি আরো বলেন সিএস,এস এ, এবং আর এস আমাদের বাপ দাদাদের নামেই আছে এবং খারিজ করা আছে আমাদের নামে কিন্তু তারা জোর করে আমাদের সম্পদ অবৈধভাবে বালু ভরাট করে দখল করে নিতে চেষ্টা করছে। এই অবস্থায় আমি স্থানীয় প্রশাসনের সহযোগীতা কামনা করছি। যাতে আমার সম্পত্তিতে জবর দখল করতে না পারে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *