[english_date]।[bangla_date]।[bangla_day]

খোলাবোনা ফুরকানীয়া ও হাফিজিয়া মাদ্রাসা ভূমিদস্যু কবলে ।

নিজস্ব প্রতিবেদকঃ

আকাশ সরকার,রাজশাহী ।

 

 

খোলাবোনা আলিম দাখিল মাদ্রাসার রাজশাহী জেলার পবা দামকুড়া থানার অন্তগত,এই মাদ্রাসা ১৯৮৪ সালে শুরুর সময় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়ম অনুসারে

স্ব – নং – প্রশা ৩৬৭৫০/৫( এব) তারিখ ২৬ / ১১/১৯৮৪ ইং স্বক্ষর/ রেজিস্টার

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা।

 

 

মোট. ৭০ একর, জমির ওপর মাদ্রাসাটা থাকার কথা। কিন্তু সু-কৌশলে জমি জালিয়াতি করে নতুন রুপে তৈরি করা হয় অন্য নামে আর একটি মাদ্রাসা।

 

যে সম্পতি দেখানো হয়েছে তা,উক্ত মাদ্রাসার জমি না,অনুসন্ধানি প্রতিবেদনে পাওয়া যায়, এই জমি জালিয়াতির মাধ্যমে খোলাবোনা আলিম দাখিল মাদ্রাসার নামে দেখানো হয়েছে, যে জমির অরিজিনাল মালিকানা দলিল অনুযায়ী খোলাবোনা ফুরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার,যার আর এস খতিয়ান নং ৮১ ও ১৭৫.৪৬৬ আর এস দাগ নং ৩৫৭.৩৫৮.৩৫৯ ১৮৪৭

সর্ব মোট. ৭০ একর,প্রস্তাবিত খতিয়ান নং ১০২২,১০২৩ এই জমির অরিজিনাল খতিয়ান, খোলাবোনা দাখিল/আলিম মাদ্রাসার সুপার মিকাইল জাল করে খোলাবোনা দাখিল ও হিফজুল কুরআন নামে দেখায় যার,খতিযান নং ৬৪০, পক্ষে সেক্রেটারি উপজেলা পবা দাখিল করে অনুমোদন মঞ্জুর করেছে,যা তদন্তে জাল প্রমানিত হয়েছে,এমন অবস্থায় খোলাবোনা ফোরাকানিয়া মাদ্রাসার সভাপতি সহ সকলে বিভিন্ন দফতরে আবেদন করেও কোন প্রতিকার পাচ্ছে না,প্রতিকার পাওয়ার আশায় বিভিন্ন দফতর সহ কোর্ট কাচারি তে ঘুরছেন,এ বিষয় এ বক্তব্য নেওয়ার জন্য খোলাবোনা আলিম ও দাখিল মাদ্রাসার সুপার কে মুঠোফোনে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেন নি! এলাকাবাসির নিকট জানাযায় বীর মুক্তিযোদ্ধা সমাধির উপরে দাখিল ও আলিম মাদ্রাসার নির্মান করা হয় যা উক্ত সময়ে গণমাধ্যমে পত্র-পত্রিকায় বিষয় লেখা হয়েছে।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *