নিজস্ব প্রতিবেদকঃ

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি ।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ডুমুরিয়ার চুকনগর এলাকা হতে ৫০পিছ ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামীকে আজ শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মোঃ হাসানুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্স নিয়ে ডুমুরিয়া থানার চুকনগর এলাকায় শুক্রবার দিবাগত রাত পৌনে ৮ টার দিকে মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করেন। এ সময় নরনিয়া গ্রামের যশের আলীর ছেলে সাইফুল ইসলাম মাতা(৩৭)কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ধৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply