[english_date]।[bangla_date]।[bangla_day]

খাগড়াছড়িতে বিলুপ্ত প্রায় প্যাডেল রিক্সা।

নিজস্ব প্রতিবেদকঃ

আবদুল জলিল,খাগড়াছড়ি প্রতিনিধি ।

 

খাগড়াছড়িতে বিলুপ্ত প্রায় প্যাডেল চালিত রিক্সা। একসময় জেলা সদর সহ উপজেলার সড়কগুলোতে প্রতিনিয়ত চোখে পড়তো এ রিক্সাগুলো৷ রিকশার প্যাডেল ঘুরিয়ে সংসার চলত শত শত রিক্সা চালকের।

 

যান্ত্রিকতার এই যুগে পেশিশক্তির আবিষ্কার হয়েছে ইলেকট্রনিক ও সহজলভ্য যানবাহন। তারমধ্যে বর্তমানে বিদ্যুৎ ও ব্যাটারি চালিত অটোরিক্সার দৌলতে হারিয়ে যাচ্ছে খাগড়াছড়ির এই পুরনো ঐতিহ্য। সময় ও টাকা বাঁচাতে এখন অটোরিক্সার উপর নির্ভরশীল যাত্রীরা৷ তবে খাগড়াছড়ির রাস্তায় এখনো মাঝে মধ্যে এসব প্যাডেল চালিত রিক্সার দেখা মিলে৷

 

শহরের অটোরিকশা চালক আবদুল আজিজ বলেন, গত ৭-৮ বছর আগেও খাগড়াছড়ি শহরে রিক্সা চালাতাম।তবে নিজের বার্ধক্য ও আধুনিকতার সাথে তাল মিলিয়ে এখন অটোরিক্সা চালাচ্ছি। মানুষ এখন রিক্সায় চড়তে চায়না। তাই একে একে হারিয়ে যাচ্ছে এ ঐতিহ্য।

 

দীঘিনালার একসময়ের প্যাডেল রিক্সা চালক মাসুদ মিয়া বলেন, মানুষ এখন অলস হয়ে গেছে। মানুষের সময় কমে গেছে। কেউ রিক্সা চড়ে দূরে কথাও যেতে চায় না। রিক্সা চালিয়ে এখন যে ভাড়া পাওয়া যায় তা দিয়ে বর্তমানে সংসার চলেনা। তাই পেশা বদলিয়ে আমি এখন দিনমজুর৷

 

বিশ্লেষকদের মতে, মানুষের মধ্যে বর্তমানে অলসতা বৃদ্ধি পেয়েছে। অটো চালকরা পায়ের উপর পা তুলে অটো চালায়। এতে দুর্ঘটনাও ঘটে। কিন্তু বর্তমানে শহরে যে পরিমান ব্যাটারি চালিত অটো রিক্সা চলাচল করে তাতে এই শহর থেকে রিক্সা এখন বিলুপ্ত প্রায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *