নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আক্তারুজ্জামান বাবু বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, আওয়ামী লীগসহ সকল সহযোগী ও অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায় থেকে সকল নেতাকর্মীকে কাজ করতে হবে।
৭ ফেব্রুয়ারী, সোমবার বিকেলে কয়রা সদরের সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান ভিশন-২০৪১ সফল করার প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডঃ শেখ মোশাররফ হোসেনর সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আ’লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমএম আজিজুর রহমান রাসেল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাস্টার কফিল উদ্দিন, ফজর আলী, জিয়াদ আলী, খয়রুল আলম, নির্মল কুমার দাস, ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আব্দুস সামাদ গাজী, আছের আলী মোড়ল, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমদাদুল হক টিটু, রোকনুজ্জামান কাজল, হুমায়ুন কবির হিরো, আক্তারুল ইসলাম সৌরভ,
উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলসহ উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
প্রতিনিধি সভা শেষ একই স্থানে সকলের উপস্থিতিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে অসচ্ছল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
Leave a Reply