[english_date]।[bangla_date]।[bangla_day]

কয়রায় বাস্তভিটা জবর-দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

নিজস্ব প্রতিবেদকঃ

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনা ঃ

কয়রায় বাস্তভিটা জবর-দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কয়রা উপজেলার ৩নং কয়রা গ্রামের মোঃ মােছাদ্দেক হােসেনের পুত্র কপােতাক্ষ কলেজের ইংরেজী প্রভাষক মোঃ আবুল কালাম আজাদ।

৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে তিনি জানান, কয়রা মৌজায় এস,এ, ১০০৪ নং খতিয়ানে ২০৪৮ দাগে ৮.২০ একর সম্পিত্তির মধ্য থেকে ১.৬৫ একর সম্পত্তি মূলে মালিকের নিকট থেকে ক্রমাম্বয়িক দলিল বুনিয়াদে ক্রয় করে কর খাজনা পরিশােধ করে হাল জরিপ নিজেদের নামে রেকর্ড করে ঘরবাড়ী নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছি। এমতাবস্থায় একই গ্রামের সার্থান্বেষী জনৈক আকবর ঢালী ও তার পুত্র আব্দুল্যাহ কিছু ভুয়া ভিত্তিহীন কাগজ পত্র তৈরী করে গত ২সেপ্টম্বর ভােরে তাদের নেতৃত্বে ৪০/৫০ জন দুর্বত্তরা বেআইনী জনতা দলবদ্ধ হয়ে দা,লাটি,হাতুড়ি সহ দেশীয় অস্ত্র-সস্ত্র সজ্জিত হয়ে আমার ছােট ভাইয়ের বসত ঘরে প্রবেশ করে তাকে মারপিট করে রক্তাত জখম করে। এ সময় আমার ছােট ভাইয়ের স্ত্রী ঠেকাত গেলে তাকেও মারপিট করে। মারপিট করার পর তারা আমার ছােট ভাইয়ের ঘরের মধ্য থেকে ৪টি স্মাটফােন, ৩টি বাটুন ফােন, ১টি এল,ই,ডি টেলিভিশন,১টি বাইসাইকেলসহ নগত টাকা পয়সা এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বর্তমানে মারাত্মক আহত অবস্থায় আমার ছােট ভাই ও আমার পিতা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রেয়েছেন। এ ব্যাপারে কয়রা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যার নং-২ তাং ২/৯/২০২১ ইং। ঐ মামলায় পুলিশ আকবর ঢালীকে আটক করেছে। বাকি আসামীরা পলাতক রয়েছে। এহেন অবস্থায় জান মালের নিরাপত্তার জন্য নিরুপায় হয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাদের এ কার্যক্রম প্রতিহত করতে প্রশাসনের সার্বিক সহযােগিতা কামনা করছি। এ ব্যাপারে অভিযুক্ত আকবর ঢালী জেল হাজতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

কয়রা,খুলনা প্রতিনিধি

তারিখঃ- ০৪/০৯/২১ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *