[english_date]।[bangla_date]।[bangla_day]

কয়রায় পূণরায় ভােট গণনার দাবী সংরক্ষিত সদস্য প্রার্থীর।

নিজস্ব প্রতিবেদকঃ

কয়রা (খুলনা) প্রতিনিধি।

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের সংরক্ষিত সদস্য প্রার্থী রাশিদা খাতুন তার ওয়ার্ডের ভােট পূণরায় গণনার দাবী জানিয়ছেন।

তার অভিযােগ, ইউনিয়নের দেয়াড়া, অন্তাবুনিয়া ও মাদারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভােট কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে।

অভিযাগে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ভােট গ্রহ শেষে গণনার সময় সুক্ষ্ম কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে। ফলাফল তার প্রতিদ্বন্ধি প্রার্থী আমেনা খাতুনের বক প্রতীককে ৪ ভােটের ব্যবধানে বিজয়ী ঘােষনা করা হয়। তিন কেন্দ্রের ভােট গণনা শেষে বক প্রতীক পেয়েছ ২ হাজার ২৬৪ ভােট। অন্যদিক রশিদা খাতুনের কলম প্রতীক পেয়েছ ২ হাজার ২৬০ ভােট। অভিযাগ উঠেছে মাদারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও অন্তাবুনিয়া কেন্দ্রে ভােট গণনা শেষ হওয়ার প্রায় ৩ ঘটা অপেক্ষার পর দেয়াড়া কেন্দ্রের ফলাফল ঘােষনা করা হয়। ওই দুই কেন্দ্রের ফলাফল অনুযায়ী রাশিদা খাতুনের কলম প্রতীকে আমেনা খাতুনের বক প্রতীকের চেয়ে ২৭০ ভােটের ব্যবধানে এগিয়ে থাকে। পরিকল্পিতভাবে ওই দুই কেন্দ্রের ফলাফলের অপেক্ষায় দেয়াড়া কেন্দ্রের ফলাফল ঘােষনায় কালক্ষেপন করা হয়েছে বলে অভিযােগ তার। পরবর্তিতে দেয়াড়া কন্দ্রের ফলাফল পরিবর্তন করে বক প্রতীককে ৪ ভােটের ব্যবধানে বিজয়ী ঘােষনা করা হয়েছে। রাশিদা খাতুনের দাবী ওই কেন্দ্রের ভােট পূণরায় গণনা করা হলে তিনি নিশ্চিত বিজয়ী হবেন। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তপক্ষকে অবহিত করেছেন। কর্তপক্ষ তাকে নির্বাচনী ট্রাইব্যুনালে লিখিত অভিযােেগ দাখিল করতে নির্দেশনা দিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *