নিজস্ব প্রতিবেদকঃ

আজিজুর রহমান, কেশবপুর (যশোর):
কেশবপুরে চারদিনব্যাপী প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার উপর প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে উপজেলার ৭টি স্থানে ৭৮৬ ব্যক্তিকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
উপজেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, জনসংখ্যার হিসাব, জনগণের আর্থসামজিক ও জনমিতিক বৈশিষ্ট্যসমূহসহ বিস্তৃত গৃহ পরিসংখ্যান সরবরাহ করার পাশাপাশি ও শুমারির মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০-এর অর্জনসমূহ পরিবীক্ষণের জন্য গ্রাম/মহল্লা পর্যায় পর্যন্ত মৌলিক তথ্য সরবরাহ করা লক্ষে জনশুমারি ও গৃহগণনার উপর শনিবার থেকে চারদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণার্থীদের ভেতর সুপারভাইজার রয়েছে ১১৫ জন ও গণনাকারী ৬৭১ জন।
প্রশিক্ষণ প্রদান করছেন জোনাল অফিসার শরিফ আলম রাজু, উত্তম কুমার বিশ্বাস, আবু হাসান, মিঠুন চক্রবর্তী, বিনুদ বিহারী, সরোয়ার হোসেন ও হাছানুর রহমান প্রমুখ। আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত প্রশিক্ষণার্থীরা উপজেলাব্যাপী প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা করবেন।
Leave a Reply