[english_date]।[bangla_date]।[bangla_day]

কেশবপুর পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা।

নিজস্ব প্রতিবেদকঃ

আজিজুর রহমান, কেশবপুর(যশোর):
কেশবপুর পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেনের পরিচালনায় পৌরসভার কম্মেলন কক্ষে সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৭৩ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার ৪ শত ৩২ টাকা, মোট ব্যায় দেখানো হয়েছে ৭২ কোটি ০৫ লাখ ৮৭ হাজার টাকা এবং উদ্বুত্ত তহবিল দেখানো হয়েছে ১ কোটি ৩২ লাখ ৫৮ হাজার ৪ শত ৩২ টাকা।
বাজেট সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, আওয়ামী লীগনেতা আব্দুল আজিজ, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা মফিজুর রহমান, প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু, প্যানেল মেয়র-২ শেখ আতিয়ার রহমান, প্যানেল মেয়র-৩ খাদিজা খাতুন, পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, শেখ এবাদত সিদ্দিক বিপুল, বি এম শহিদুজ্জামান শহিদ, আফজাল হোসেন বাবু, আব্দুল হালিম মোড়ল, কামাল হোসেন খান, জি এম কবির হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আছিয়া হালিম, আসমা খলিল প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *